টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ব্রাহ্মনবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামী লীগের নব-নির্বাচিত সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। মঙ্গলবার দুপুরে নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে জাতির জনকের সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়ায় অংশ নেন তারা। এরপর ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় অন্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা আবু আববাস ভুইয়া, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা নাফিউল কবির নাফা, তানভির আক্তার শিপার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোস্তফা আহমেদ, টুঙ্গীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান তাসভীরুল হুদা বাবু উপস্থিত ছিলেন। এছাড়া নাসিরনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরাও এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
বিডি প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৮/এনায়েত করিম