নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার দিয়ারপাড়ায় জমির লোভে শ্বাশুড়িকে অপহরণ ও লাশ গুমের মামলায় ছয় জনের যাবজ্জীবন এবং পুত্রবধূ বিউটি আক্তারের (৪২) পঞ্চাশ হাজার টাকা জরিমানাসহ ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাসানুজ্জামান এ রায় দেন। নাটোর জজ কোর্টের খন্দকার আব্দুল হাই এ তথ্য নিশ্চিত করেছেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার মহিষভাঙ্গা গ্রামের চাঁদ মোল্লার ছেলে শামীম হোসেন (২৪), নটাবাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আমবাগান ফেরদৌস কলোনী’র আব্দুর রহিম মিয়ার ছেলে মিল্টন হোসেন (৩৮), আমবাগান খাঁ পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে সেলিম হোসেন (৩১), পূর্ব টেংরী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মফিকুল ইসলাম মুকুল (৪২) ও রাজশাহী জেলার বাঘা উপজেলার হেলেনাপুর গ্রামের আকছেদ আলী মোল্লার ছেলে আব্দুস সামাদ মোল্লা (৩৮)। এছাড়া সাত বছরের দন্ডপ্রাপ্ত বিউটি আক্তার দিয়াড়পাড়া গ্রামের কামরুল ইসলাম আল্পুর স্ত্রী। রায়ের বিউটির স্বামী কামরুল ইসলাম আল্পুসহ অন্যদের খালাস দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তদের মধ্যে বিউটি আক্তার, শামীম হোসেন ও মিল্টন হোসেন ছাড়া অন্যরা পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ নভেম্বর দিয়ারপাড়ার মৃত জয়নাল আবেদীন মেম্বারের স্ত্রী আঙ্গুরা বেগম (৫৭) আকস্মিকভাবে নিখোঁজ হন। এ ব্যাপারে অপহৃতার ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ বিউটি খাতুনকে আটক করে। পরে শ্বাশুড়ির কাছ থেকে জমি লিখে নেয়ার জন্য কৌশলে অপহরণ করে অপর আসামিদের হাতে তুলে দেয়া হয়েছে এবং তারা তাকে হত্যা করে লাশ গুম করেছে বলে বিউটি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। দীর্ঘ শুনানি ও ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ বিজ্ঞ বিচারক এ দন্ডাদেশ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার