নরসিংদীতে বিদেশি পিস্তুল ও গুলিসহ বায়জিদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে শিবপুর উপজেলা চন্দনদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বায়জিদ (৩০) চন্দনদিয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
ডিবি পুলিশের এসআই আব্দুল গাফফার জানান, অবৈধ অস্ত্রধারী একটি গ্রুপকে গ্রেফতারের জন্য পুলিশের অনুসন্ধান চলছিল। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চন্দনদিয়া এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় এলাকার সন্ত্রাসী বায়জিদকে আটক করা হয়। ওই সময় তার সাথে থাকা বিদেশি একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এঘটনায় শিবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই জাহান