নাটোরের সিংড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা হামলার ঘটনার ৮ দিন পার হলে ও কোন ব্যবস্থা না নেয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ ঘটনায় কোন সুবিচার না পেয়ে আদালতে মামলা করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী। স্থানীয় চেয়ারম্যান আশ্বাস দিলে ও কোন ভূমিকা রাখেন নি।
জানা যায়, গত ২৬ মার্চ তারিখে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের একলাসপুর বাজারে মা-বাবা ফার্মেসীতে পূর্ব পরিকল্পনা মোতাবেক কুমিড়া গ্রামের মৃত শুকুরের ছেলে শাহিনের নেতৃত্বে হামলা করা হয়। এসময় তারা দোকানে হামলা চালায়, বাধা দিলে রেন্টু ও রনিকে বেদম মারপিট করে সন্ত্রাসীরা এবং দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লাঠিসোঠা ফেলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রেন্টু জানান, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলে ও বিচার পায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সমাধানের আশ্বাস দিলে ও কোন সমাধান করেননি। তিনি আরো জানান, নগদ টাকা লুট ও হামলায় প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ জানান, আমার উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে দু'পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করছি।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার