নেত্রকোনা শহরের বারহাট্টা রুট এলাকা থেকে চারশো লিটার চোলাই মদসহ সাতজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অটোরিকশা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
আটক ব্যক্তিরা হলেন- বারেক, রিংকু, পাপ্পু, হুমায়ুন, লিটন, মোশারফ ও মাতু। আটককৃতরা শহরের মালনি, কাটলী, রাজুরবাজার ও নিউটাউন এলাকার বাসিন্দা।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৮/ওয়াসিফ