র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুষ্টিয়ার কুমারখালীর কয়া এলাকায় লাল বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এসময় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে কুমারখালীর কয়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।তবে এখনো পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত লাল বাহিনী সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বন্দুকযুদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, আজ ভোরে কুমারখালীর কয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধে লাল বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।
বিডিপ্রতিদিন/ ই-জাহান