ঝিনাইদহের শৈলকুপায় নিত্যানন্দনপুর ইউনিয়নে ৫২ একর জমির বাওড়ে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন টেন্ডারের মাধ্যমে ৩ বছর মেয়াদী বাওড়টি ৭৫ লাখ ১৫ হাজার টাকায় লিজ নিয়ে মাছ চাষ শরু করেন। গত ৬ মাস আগে তিনি ৭ লাখ ২০ হাজার টাকার পোনা ছাড়েন। ১০ দিন আগে বাওড়ের নাইট গার্ডদের সাথে স্থানীয়দের কথাকাটাকাটি হয়। এই নিয়ে সালিশ বৈঠকও হয়। এরই জের ধরে বাওড়ে বিষ প্রয়োগে ঘটনা ঘটতে পারে বলে চেয়ারম্যান হেলাল উদ্দিনের ধারনা।
গত ২/৩ দিন ধরে বাওড়ের মাছগুলো মরে ভেসে উঠছে। শুধু তাই নয় পানিতে থাকা অন্যান্য জলজ প্রাণীও মরে ভেসে উঠছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বহু পুরনো এ বাওড়টিতে প্রতি বছর শত শত মণ মাছ উৎপাদিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, বাওড়ে বিষ প্রয়োগ করে মাছ নিধনের বিষয়টি আমাকে কেউ জানায়নি। পরীক্ষা ছাড়া নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে ঘটনা সত্যি ঘটে থাকলে খুবই দুঃখজনক।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা