মাদারীপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মমতাজ বেগম, বয়স ৬৫ বছর। এতে আহত হয়েছেন আরও ৪ জন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে শিবচর হাইওয়ে পুলিশের পরিদর্শক মাসুদুর রহমান জানান, নিজ বাড়ি থেকে একটি ইজিবাইকে করে অসুস্থ মমতাজ বেগমকে নিয়ে তার স্বজনেরা পাঁচ্চরের রয়েল হাসপাতালের দিকে রওয়ানা দেন। এ সময় ইজিবাইকটি বেসরকারি ওই হাসপাতালের সামনে পৌঁছলে যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমতাজ বেগমের মৃত্যু হয়।
এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত মমতাজ বেগম শিবচরের কাঁঠালবাড়ী ইউনিয়নের চরচান্দ্রা এলাকার বাদশা মাতুব্বরের স্ত্রী।
বিডি প্রতিদিন/২৪এপ্রিল ২০১৮/ওয়াসিফ