মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে ইভটিজিং করার দায়ে জাকির হোসেন মোড়ল নামে এক কলেজছাত্রকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়,আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জব্বার মোড়লের ছেলে কলেজ পড়ুয়া জাকির হোসেন (২৫) আমগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শেণির এক ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করে আসছিল। আজ ঐ ছাত্রী বিদ্যালয়ে গেলে জাকির হোসেন বিদ্যালয়ের মধ্যে ঢুকে সপ্তম শ্রেণির ঐ ছাত্রীসহ অষ্টম শ্রেণির আরেক ছাত্রীকেও উত্যক্ত করলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করে।
খবর পেয়ে রাজৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর সহকারী কমিশনার(ভূমি) মো. মেশারেফ হোসেন পুলিশ প্রশাসন নিয়ে বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হয়ে আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উত্যক্তকারী জাকিরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার