কুমিল্লার চৌদ্দগ্রামে এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩৬) থেতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার অফবিট রিসোর্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা বলেন, বুধবার মহাসড়কে ডিউটিরত অবস্থায় লাশটি দেখে উদ্ধার করেছে পুলিশ। যুবকের শরীরের বিভিন্ন অংশ থেতলানো রয়েছে। ময়নাতদন্ত করার জন্য মৃত দেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান