ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে শেখ জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী নিহতের ভাই টিপু গুরুত্বর আহত হয়েছেন। আজ ফেনী সোনাগাজী সড়কের বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে। নিহত জামাল সোনাগাজী সদর ইউনিয়নের ছড়াইতকান্দি গ্রামের নজির আহম্মদ ভূঞা বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে জামাল ও তার ভাই টিপু সোনাগাজী যাওয়ার পথে বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনস্থলেই জামাল মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় টিপুকে স্থানীয়রা প্রথমে ফেনী জেলা সদর হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার