বগুড়ার ধুনট উপজেলায় শত্রুতার জের ধরে নার্সারির প্রায় ১ হাজার ২০০ আমের চারাগাছ ভেঙে ও কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোন একসময় ধুনট উপজেলার নাটাবাড়ি গ্রামের মৃত মীর কাশেম আকন্দের ছেলে আবুল কালাম আজাদের মালিকানাধীন মিষ্টি নার্সারীতে এ ঘটনা ঘটেছে। আজ সকালে লোকেমুখে সংবাদ পেয়ে নার্সারি এসে গাছ কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন নার্সারি মালিক আবুল কালাম।
নার্সারির মালিক আবুল কালাম আজাদ জানান, সরকারী ভাবে নিবন্ধন নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ফলজ, বনজ, ওষুধিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারার ব্যাবসা করে আসছিলেন। তার মালিকানাধীন মিষ্টি নার্সারিতে জোড় কলম চারা তৈরির জন্য বিভিন্ন জাতের কয়েক হাজার দেশী-বিদেশী চারা ছিল। প্রতিদিনের ন্যায় নার্সারির কাজ শেষ করে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরেন। আজ সকালে লোকমুখে সংবাদ পেয়ে নার্সারিতে প্রবেশ করে প্রায় ১ হাজার ২০০টি চারা গাছ ভাঙা ও কাটা দেখতে পান। ভেঙে ফেলা চারার মধ্যে বারী ফোর, কিউজয়, সুন্দরী ফজলী, আমরূপালী, হাড়িভাঙ্গা, দুধস্বর প্রভৃতি উন্নত জাতের দেশি ও বিদেশী চারা আছে।
চারাগুলো কেটে ও ভেঙে ফেলার কারণে চারাগুলো ক্রয় ও পরিচর্যা খরচসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সুষ্ঠ ও ন্যায় বিচারের স্বার্থে এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। চারাগাছগুলোতে আম ধরেছে। সময় হলে এই আম বাজারে বিক্রিও করা যেত।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মাদ এরফান বলেন, এবিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার