কুমিল্লায় বজ্রপাতে সেলিম ও ইমন নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। আজ জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আজ বিকালে মুরাদনগরের যাত্রাপুর এলাকায় বৃষ্টির সময় জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সেলিম (১৭) ও ইমন (১৫) মারা যায়। সেলিম যাত্রাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে এবং ইমন একই গ্রামের আবদুল হামিদের ছেলে।
মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার