নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হকের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পযর্ন্ত রায়পুরা-বাঁশগাড়ি সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চরাঞ্চলের গ্রামবাসী। এতে বাশঁগাড়ী, মির্জাচর, চরমধুয়া, পাড়াতলীসহ বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন।
পরে বিকালে সায়েদাবাদ মেঘনা ঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চরমধুয়ার চেয়ারম্যান আব্দুস ছালাম সিকদার, নিহত সিরাজুল হকের ছেলে নুরুল হক, নিহতের ভাতিজা কামাল হোসেন, মামলার বাদী ছেলে আশরাফুল হক, বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া ও সাংগঠনিক সম্পাদক কবীর সরকার প্রমুখ।
বক্তারা বলেন, সিরাজুল হক টানা ৭ বার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওনার এই ব্যাপক জনপ্রিয়তার কারণেই অশুভ শক্তি বাঁশগাড়িতে ক্ষমতায় আসতে পারেনি। এ কারণেই পরিকল্পিতভাবে চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা চরাঞ্চলবাসীর নিকট চিহ্নিত। অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হোক এটা চরাঞ্চলবাসীর প্রাণের দাবী।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয় চেয়ারম্যানকে বহনকারী মোটর সাইকেলের চালক রুবেল। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আশরাফুল হক বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামী করে ৩০ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ই-জাহান