বগুড়ার শেরপুর উপজেলায় এসএসসি পরীক্ষা দিয়ে এক সাথে পাশ করেছেন মা ও ছেলে। দুজনে পাশ করলেও ছেলের চেয়ে মা বেশি ভাল ফলাফল করেছে।
জানা যায়, শেরপুরের হাসপাতাল রোড এলাকায় ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে মা ফাতেমা খাতুন এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন। তার সাথে অংশ নেয় ছেলে রাফি হাসান। ছেলে রাফি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন। পরীক্ষার ফলাফলে মা পেয়েছেন জিপিএ ৪.৩৭। অপরদিকে ছেলে পেয়েছে জিপিএ ৩.৭৭।
পরীক্ষায় পাশ করা মা ফাতেমা খাতুন জানান, যখন অষ্টম শ্রেণিতে পড়েন সেইসময় রফিকুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে তিন ছেলে হয়। বড় ছেলে রাফি হাসানকে লেখাপড়ার সময় দিতে গিয়ে তিনি নতুনভাবে লেখাপড়া শুরু করেন। পরিবারের সহযোগিতা নিয়ে সে বাড়ির পাশের ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীতে ভর্তি হন। এরপর ছেলের সঙ্গে লেখাপড়া করে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেন এবং পাশ করেন। ছেলের সাথে তিনি পাশ করায় আনন্দ প্রকাশ করেন।
ছেলে রাফি হাসান জানায়, সংসারের সকল কাজ সেরে মা যেভাবে তাকে লেখাপড়া করিয়েছেন, তাতে সে যথেষ্ট উদ্ধুব্ধ হয়ে লেখাপড়া করেছে। একসঙ্গে পাশ করার পাশাপাশি মায়ের রেজাল্ট বেশি ভালো হওয়ায় তিনিও খুশি হয়েছেন বলে জানান।
বগুড়ার শেরপুরের ইউনিভার্সাল টেকনিক্যাল বিএম স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল হক জানান, আমাদের ছাত্রী ফাতেমা খাতুন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে পাস করেছে। এ ঘটনাটি আমাদেরকেও অনুপ্রণিত করেছে। শিক্ষার বয়স নেই।
মা ছেলের এ ধরনের ফলাফলে তাদের বাড়িসহ স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। খবর পেয়ে অনেকেই মা ও ছেলেকে একনজর দেখার জন্য তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন।
বিডি-প্রতিদিন/ই-জাহান