ময়মনসিংহের ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেককে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে চরপাড়া মোড়ে ৭টার দিকে তাকে কোপানো হলেও রাত ৮টার দিকে তিনি মারা যান।
ফুলপুর থানার ওসি একে এম মাহবুবুল আলম জানান, বুধবার চরপাড়া মোড়ে দেশীয় অস্ত্র নিয়ে অজ্ঞাত দুবৃত্তরা সাদেকুর রহমান সাদেককে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তার মৃত্যু হয়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানাতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন