গাজীপুরের কাপাসিয়ায় বুধবার ধান কাটার সময় বজ্রপাতের পৃথক ঘটনায় দুই কৃষি শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছে।
ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম ও স্থানীয়রা জানান, কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের জয়নাল বেপারীর জমিতে ধান কাটার কাজ করছিল মমিনুর রহমান। বুধবার বিকেলে স্থানীয় চিনার চুল বিল থেকে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে সে ঘটনাস্থলেই মারা যায়। নিহত মমিনুর কুড়িগ্রাম জেলার কচাঘাটা উপজেলার সভারটেক গ্রামের আহছান আলীর ছেলে।
এদিকে একইদিন একই উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিনগাঁও চন্ডালহাতা বিলে ধান কাটার সময় বজ্রপাতে মোতালিব (৪০) নামে এক শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।এসময় আড়াল গ্রামের জামাল উদ্দিনের পুত্র আলামিন (২৫) আহত হয়। আহত শ্রমিককে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে বজ্রপাতের কারনে কাপাসিয়ার সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের সফিক মিয়ার একটি গরু মারা গেছে।
বিডি প্রতিদিন/ ১০ মে ২০১৮/ওয়াসিফ