পাবনার আটঘরিয়ায় মো. রেজাউল খান (৫০) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ত্রিমহনী গ্রামে আজ সকালে বাড়ির কাছের কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রেজাউল পেশায় একজন কৃষক।
পরিবারের ধারণা, ধান কাটার টাকা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) অরবিন্দ্র কুমার সরকার জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার