মাগুরায় আজ থেকে বোরো ধান সংগ্রহ করা শুরু হয়েছে। মাগুরা ভায়না খাদ্য গুদামে মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান এ কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি বোরো মৌসুমে জেলার চার উপজেলার ১৯৪টি মিল থেকে ৩ হাজার ৯৩৭ মেট্রিক টাল চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ মৌসুমে সরকার প্রতি কেজি চালের ক্রয় মূল্য নির্ধারণ করেছেন ৩৮ টাকা।
জেলা খাদ্য অফিসের আয়োজনে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা, জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল ইসলাম, সদর উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার