মেহেরপুরে দেয়ালচাপায় বাছিরন নেছা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে আজ সকালে ঝড় ও বৃষ্টির সময় ঘরের দেয়াল ধসে পড়ে। এসময় দেয়ালচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত রাছিরন নেছা তেরোঘরিয়া গ্রামের ফকির আলীর স্ত্রী।
জেলা প্রশাসক পরিমল সিংহ ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ওয়ালী উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার