৪০ হাজার মার্কিন ডলারসহ এনামুল (৩০) নামে এক পাচারকারীকে বেনাপোল সীমান্ত থেকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী থেকে আজ সকালে ওই বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করা হয়। আটক এনামুল নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামের আবু বক্করের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ডলারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় পাঠানো প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার