লক্ষ্মীপুরে রায়পুরে দুইবার এসএসসি পরীক্ষা দিয়েও পাস না করায় আরমান (১৮) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার কাজির দিঘীর পাড় এলাকায় বুধবার ( ৯ মে) রাতে এ ঘটনাটি ঘটে।
আরমান কাজির দিঘীর পাড় এলাকার মনু ড্রাইভার বাড়ির মৃত চৌধুরীর ছেলে। সে গত বছর কাজির দিঘীর পাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে গণিতে ফেল করায় এবারও পরীক্ষা দিয়েছে। কিন্তু এবারো সে পরীক্ষায় পাস করতে পারেনি। পাস না করায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
আরমানের একান্ত কাছের বন্ধু সাকিব জানান, বিকেল ৪ টার দিকেও তার সাথে আমার কথা হয়েছে। তবে সে তার হতাশার কথা তখনো আমাকে বলেনি। তবে গত বছর পরীক্ষায় ফেল করায় তাকে পরবিার থেকে অনেক বকা দিয়েছে। এবার সে রকম কিছই ঘটেনি।
রায়পর থানার অফিসার ইনচার্য (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, আত্মহত্যার ঘটনাটি সত্য। তবে আরমানের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে, সেখানে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাই পরবিার ও এলাকার লোকদের অনুরোধে লাশ পোষ্টমার্টম না করে দাফন করার জন্য বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার