হবিগঞ্জের বানিয়াচঙ্গের যশকিশোরী গ্রামের খলার মধ্যে ধান শুকানো নিয়ে হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ পুলিশ ১০ জনকে আটক করেছে। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, যশকিশোরী গ্রামের গোপপাড়ার গজেশ্বর গোপের সাথে একই পাড়ার হিমেন্দ্র গোপের ধান শুকানো খলা নিয়ে বিরোধ চলছিল। আজ দুপুরে ওই বিরোধপূর্ণ খলার মধ্যে গজেশ্বর গোপ ধান শুকাতে যায়। এসময় হিমেন্দ্র গোপের লোকজন বাঁধা প্রদান করে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় মুরুব্বীয়ান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের মধ্যে সত্য গোপ, নিরোদ গোপ, বজেশ্বর গোপ, দুলাল গোপ, উকিল গোপ, সুরেন্দ্র গোপ, বিমল গোপ, রঞ্জন গোপ, সুশেন গোপ, নিশিকান্ত গোপ, গোপেশ গোপসহ ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, ধান শুকানো নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার