বরিশাল নগরীর কাউনিয়া থানার মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে ১৯০ পিস ইয়াবাসহ এক দম্পত্তিকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার বিকেলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে রাতেই কাউনিয়া থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করে তারা।
আটককৃতরা হল- কাউনিয়া সরদার বাড়ির মৃত জিন্নাত আলী সরদারের ছেলে সওকাত হোসেন ও তার স্ত্রী সাথী বেগম।
এ ঘটনায় র্যাব-৮’র ডিএডি মো. নূর উদ্দিন বাদী হয়ে ওই ২ জনকে আসামি করে নগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বিডি প্রতিদিন/এ মজুমদার