শরীয়তপুরের ভেদরগঞ্জের সাজনপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ছৈয়াল ও তার পরিবারের ৫ সদস্য আহত হয়েছে। আহতদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ভেদরগঞ্জ থানার ওসি মেহেদী হাসান জানান, দীর্ঘদিন যাবত মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ছৈয়াল ও একই গ্রামের আবুল কালাম ছৈয়ালের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে আবুল কালাম ছৈয়ালের লোকজন মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ছৈয়ালের বাড়িতে ঢুকে হামলা চালায় এতে নুর মোহাম্মদ ছৈয়াল, তার স্ত্রী রিজিয়া বেগম, পুত্র বধু আরজু ইসলাম ও সিমা আক্তার এবং নাতি জাহিদুল ইসলাম আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার