জামালপুরের সরিষাবাড়িতে সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জামালপুরের কর্মরত সাংবাদিকরা। আজ দুপুরে জামালপুর শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জেলার সকল স্তরের সাংবাদিকরা অংশ নেয়।
মানববন্ধন চলাকালে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। কর্মরত সাংবাদিক ঐক্যের সভাপতি শফিক জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এম, এ জলিল, দুলাল হোসাইন, অ্যাডভোকেট ইউসুফ আলী, লুৎফর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, সৈয়দ শওকত জামান, ফজলে এলাহী মাকাম, শাহাবুল আকন্দসহ জামালপুরের বিভিন্ন স্তরের সাংবাদিক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার