হবিগঞ্জের ৯টি থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ২০৬ পিস ইয়াবা ও ১১ কেজি আড়াইশ গ্রাম গাঁজা। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি, বানিয়াচঙ্গ থানায় একটি, মাধবপুর থানায় একটি, বাহুবল থানায় একটি, চুনারুঘাট থানায় দু'টি ও শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরার দিক-নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুর রহমান ভূইয়া জানান, গত এক সপ্তাহের জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন থানায় মাদক আইনের ৮০টি উপরে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/আরাফাত