জামালপুরের হরিপুর এলাকায় সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বিকেল তিনটার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের হরিপুর এলাকায় ট্রাক্টরের সাথে বিপরীতমুখী সিএনজির সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী অজ্ঞাত এক বৃদ্ধ মারা যান।
এই ঘটনায় আহত হয়েছেন রানা (৩৫), বর্ণ( ৫), বিথী( ২৮) ও আতিক(২০) নামে আরো ৩ সিএনজি যাত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার