অর্থ আত্মসাতের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেরামত আলী বিশ্বাসকে তিন বছরের সাজা ও জরিমানা করেছেন আদালত। সোমবার দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুপুরে জেলা বিশেষ জজ আদালতের বিচারকআসামি কেরামত আলী বিশ্বাসকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং আত্মসাৎ করা চার লাখ ছয় হাজার ১০৫ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি কেরামত আলী বিশ্বাস আদালতে উপস্থিত ছিলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক ফজলুল হক জানান, বিভিন্ন প্রকল্পের মোট চার লাখ ছয় হাজার ১০৫ টাকা আত্মসাতের ঘটনায় ফরিদপুর দুদুকের সহকারী পরিচালক বাদী হয়ে পাংশা উপজেলার সাবেক প্রকল্প কর্মকর্তা (পিআইও) কেরামত বিশ্বাসকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সাজা হলে কেরামত আলী বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/আরাফাত