গাজীপুরের কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শীতলক্ষ্যা পত্রিকা অফিস সংলগ্ন একটি ঘরোয়া পরিবেশে এ ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতারে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ্ (নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ প্রতিদিন), কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাস (সমকাল), সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামিম (আমাদের অর্থনীতি), কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক জাকির হোসেন কামাল (আমাদের সময়), সদস্য সচিব সফিকুল আলম সবুজ (প্রতিদিনের সংবাদ), সদস্য আবু সাঈদ (নয়া দিগন্ত), সাইফুল ইসলাম নান্না (শীতলক্ষ্যা), রুহুল আমিন (বিজ্ঞাপন চ্যানেল), আনিসুল ইসলাম (মুক্ত সংবাদ), জাহাঙ্গীর আলম (স্বাধীন সংবাদ), সাগর আহমেদ (জেটিভি), রাশেদুল ইসলাম, মাহবুব আলম, আশরাফুল আলম, মনজুরুল হক গাজী প্রমুখ।
এছাড়া কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, সাব ইন্সপেক্টর দুলাল মিয়া, শাহজাহান ও অফিসিয়াল জরুরি কাজে অনুপস্থিত থেকেও সম্মতি জানিয়েছে, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, ইউএনও মাকছুদুল ইসলাম এবং কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদ।