নাটোরের বাগাতিপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সহোদর দুই ভাইকে ছিনতাইকালে আটক করেছে মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন নাটোরের সিংড়া উপজেলার পাঁচলাড়–য়া গ্রামের কাফাজ ওরফে আফাজের ছেলে আশরাফ (৪০), মাসুদ ওরফে মাহফুজ ওরফে মাফু (৩৫)।
শনিবার রাতে টেটনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায় উপজেলার শ্রীরামপুর গ্রামের ভ্যান চালক রেজাউল করিমের ছেলে হাবিবুর রহমান ওরফে কালু (৩২) রাত সাড়ে বারটার দিকে নাটোর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় উপজেলার সীমানাবর্তি এলাকা টেটনপাড়া কবর স্থানের কাছে ফাঁকা জায়গাই ৪ জন পথরোধ করে মারধর করে এবং ভ্যান গাড়িসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। ভ্যান চালক হাবিবের চিৎকারে স্থানিয়রা এসে আশরাফ (৪০), মাসুদ ওরফে মাহফুজ ওরফে মাফকে (৩৫) আটক করে গণধোলাই দেয় অপর দুজন পালিয়ে যায়। ওই পথে চিৎকার শুনে টহলপুলিশের এসআই প্রশান্ত চন্দ্র প্রামাণিক ফোর্স নিয়ে ছিনতাইকারিদের উদ্ধার করে এবং তাদের কাছ থেকে একটি চার্জার ভ্যান, লোহার তৈরি দেশিয় অস্ত্র কাচি ,কাটারি স্ক্র ড্রাভার উদ্ধার করে।
এব্যাপারে ভ্যানচালক হাবিব বাদি হয়ে আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা করে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এছাড়া তাদের বিরুদ্দে বিভিন্ন থানায় একাধিক চুরি ছিন্তাই ও ডাকাতির মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং তাদের রোববার বিকেলে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার