ময়মনসিংহের ফুলপুরে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।জানা যায়, ফুলপুর অফিসার ইন-চার্জ একেএম মাহবুব আলমের নেতৃত্বে এসআই জালাল উদ্দিন, এসআই সুমন মিয়া, শাহীনুল বারী, খোরশেদ আলম ও সঙ্গীয় ফৌর্সসহ মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গোদারিয়া মৌজার বীজ বিক্রয় কেন্দ্রের সামনে দুপুরে গাড়ীতে তল্লাসি চালিয়ে অর্ধ লক্ষ টাকা মূল্যের ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
এ সময় ফেনসিডিলসহ আলমগীর হোসেনকে (২০) আটক করা হয়। আলমগীর হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
ওসি একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ফুলপুর থানায় একটি মামলা রুজু করে আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার