কিশোরগঞ্জের ইটনায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের বিল্লালের চর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মনোয়ার হোসেন (২৯), আব্দুর রহিম ওরফে মাস্টরের ছেলে রেজান (২২), মৃত মাহমুদুল হকের ছেলে নূরুল আমীন (৩০), মৃত নীল মিয়া ওরফে লিলুর ছেলে রুবেল মিয়া (২৯), ভরার গাঁও গ্রামের আব্দুল হামিদের ছেলে জুবের মিয়া (৩৬) ও চিতলিয়া গ্রামের সুমন দাসের ছেলে রান্টু দাস (২৮)।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, ডাকাতরা ইঞ্জিনচালিত নৌকা যোগে বিল্লালের চরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর তার নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাতদেরকে ঘিরে ফেলে। পরে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার