নেত্রকোনার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আলীমকে (৩৫) বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ।
রবিবার রাতে তাকে জালশুকার ধলামুলপাড়া গ্রাম থেকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫৩০ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল, ১০৫ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান জানান, মো. আলীম খান জানান মো. আলীম তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সে ধলামুলপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। এছাড়াও মদনপুর ইউনিয়ন থেকে আলাদা অভিযানে আধা কেজি গাঁজাসহ রিপন(২৮) কে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান