নীলফামারীর জলঢাকায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ আজিজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যার পর জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের গোলমুন্ডা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আজিজুল ইসলাম একই ইউনিয়নের মৃত বাচ্চা মামুদের ছেলে এবং উপজেলা শহরের আইডিয়াল কলেজের বরখাস্ত হওয়া অধ্যক্ষ।
পুলিশ জানায়, গোলমুন্ডা বাজারে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলো জামায়াত শিবিরের নেতা কর্মীরা। সেখানে নেতৃত্ব দিচ্ছিলো আজিজুল ইসলাম। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, জামায়াতের এই নেতার বিরুদ্ধে আগের ছয়টি মামলা রয়েছে। নতুন করে নাশকতার আরেকটি মামলা দায়ের করা হচ্ছে তার বিরুদ্ধে। সোমবার তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি।
প্রসঙ্গত আটক আজিজুল কেন্দ্রীয় শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও ইতিপূর্বে নীলফামারী জেলা ও জলঢাকা উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিডি-প্রতিদিন/ ই-জাহান