নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের চেয়ারম্যানের মোড় নামক স্থানে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নানা-নাতনী নিহত হয়েছে।
আজ সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার ক্ষুদ্র নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন ( ৫৬) ও তার ১৪ বছরের নাতনী রোকাইয়া আক্তার মিতা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিছুর রহমান জানান, সকালে রাজশাহী থেকে একটি সিএনজিতে করে নওগাঁ আসছিল নানা ও নাতনী। এ সময় উপজেলার চেয়ারম্যানের মোড়ে আসলে বিপরিত দিক থেকে আসা একটি পিকাপের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হয় নানা ও নাতনী।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৮/হিমেল