বেনাপোল স্থল বন্দরে কিনিং এ্যান্ড সুইপিং লেবার সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নামিরা এন্টারপ্রাইজ ,ঢাকা কার্যাদেশ পাওয়ার পর অদ্যবদি বন্দরে কিনিং এ্যান্ড সুইপিং লেবার সরবরাহে ব্যর্থ হয়েছে। ফলে বন্দর ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অস্বাস্থ্যকর পরিবেশ সৃস্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, বেনাপোল ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান গত কয়েক বছর ধরে বন্দরের পরিচ্ছন্নতার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছিল কিন্ত বন্দরের হাতে গোনা কিছু শেড ইনচার্জ ঠিকাদারের কাছে অবৈধ অর্থ দাবি করে। দাবিকৃত অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে তারা ঢাকায় প্রধান দফতরে দরপত্র মুল্যায়ণ কমিটিকে ম্যানেজ করে পক্ষপাত মুলক আচরন করে। পুর্বের ঠিাকাদারকে বাদ দিয়ে তাদের পছন্দের ঠিকাদার নিয়োগের জন্য উফে পড়ে লাগে।
অভিযোগকারি বেনাপোল ইন্টারন্যাশনাল লিখিত ভাবে অভিযোগ করে জানান, এই কাজ পুর্বে বন্দরের ট্রাফিক বিভাগ কর্তৃক পরিচালিত হয়ে আসছিল।পরে বাংলদেশ স্থল বন্দরের সদস্য (অর্থ ও প্রশাসন) নিজ দায়িত্বে নিজ বিভাগ প্রশাসন শাখায় স্থানান্তরিত করে ৭/২/১৮ তারিখে দরপত্র আহবান করে। সেখানে দরপত্র মূল্যায়ন কমিটি আলোচ্য দরপত্রটি পিপিআর আইনে যে ফরমে দরপত্র আহবান করা হয় সেখানে কোন অবস্থাতেই শতকরা ২৫ভাগ কম র্মূল্যে দরপ্রাপ্ত অগাহ্য হবে বলে উল্লেখ আছে। অথচ দরপত্র মূল্যায়ন কমিটি তা উপেক্ষা করে তাদের পছন্দের ঠিকাদারকে মনোনীত করে। বিঞপ্তিতে দরপত্র দাতার যোগ্যতা উল্লেখ করা হয়েছিল বিগত ৫ বছরের মদ্যে নূণ্যতম ১ বছরে কোন সরকারী /আধাসরকারী/ সায়িত্ব স্বাসিত সংস্থায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ এবং কোন একক কাজে নূণ্যতম দশ লাখ টাকা কাজের অভিঞতা দাখিল করতে বলা হয়। সেক্ষেত্রেও দরপত্র মূল্যায়ন কমিটি যাচাই বাচাই না করে তাদের মনোনীত ঠিকাদারকে কাজের অনুমোদন দেয়।
নতুর ঠিকাদার প্রতিষ্ঠান নামিরা এন্টারপ্রাইজকে আগামী ২ বছরের জন্য কার্যাদাশ প্রদান করা হয়। যা গত ৫/৬/১৮ তারিখ হতে কার্যক্রর হয়। আজও পর্যন্ত তিনি নতুন পরিচ্ছণ্ন কর্মী সরবরাহ করতে ব্যর্থ হয়। যা ¯হল বন্দরের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এর শর্ত লংঘন হয়েছে। পরিচ্ছন্নতার কাজে টেকনিকাল রেসপনসিভ না হলে সেই প্রতিষ্ঠানকে দিয়ে স্পর্শ কাতর বন্দর ও প্যাসেঞ্জার টার্মিনাল পরিচালনা করা সম্ভব নয়।
বেনাপোল বন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, বন্দরে কাজ পূর্বের নিয়মেই চলছে। পূর্বের ঠিকাদারকে অনুরোধ করে পরিচ্ছন্নতার কাজ চালিয়ে নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার