পিরোজপুরে কামাল শেখ ওরফে ভাইরাস কামাল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত কামাল শেখ বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার চাকলী গ্রামের সৈয়দ আলীর ছেলে।
আজ সোমবার আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতিতে বিচারক এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি খাঁন মো. আলাউদ্দিন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফাতেমা বেগম লাকী।
বিডি প্রতিদিন/এ মজুমদার