খুলনা মহানগরীর ডুমুরিয়ার শঙ্খ সিনেমা হলের পাশ থেকে গুলি ও দু'টি ম্যাগজিনসহ বিএম সোহেল রানা (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সকাল ১১টার দিকে তাকে আটক করে। সোহেল রানা ডুমুরিয়ার থুকড়া গ্রামের জব্বারের ছেলে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে জানিয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বলেন, ডুমুরিয়া শঙ্খ সিনেমা হলের কাছে রায়হানের ভাঙ্গাড়ির দোকানে সোহেল রানা এসব আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গেলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও)শাহানাজ বেগমের উপস্থিতিতে পুলিশ এলএমজির গুলি ৭৯০ রাউন্ড, চায়না রাইফেলের গুলি ১৩ রাউন্ড, দু'টি রাইফেলের ম্যাগজিন উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার