ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল জেলার মধুখালী উপজেলার হাটঘাটা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাব হাটঘাটা গ্রামের মো. আলম শেখের বাড়িতে এ অভিযান চালায়।
র্যাব-৮ ফরিদপুরের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে আলম শেখের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে কৌশলে বাড়ির মালিক আলম শেখ পালিয়ে যায়। এসময় বাড়ি থেকে জিনসেন প্লাস ৩৩৫ বোতল, জিনসা ৭২ বোতল, কিংডাবল হর্স ৪৫ বোতল, নাইট পাওয়ার ৮৬ বোতল, হোয়াইট হর্স পাওয়ার ৬০ বোতল, ইনডায় ১০ বোতল, রেসফুট সিরাফ ৩৩৫ বোতল, সেভন হর্স পাওয়ার সিরাপ ৩৩০ বোতল, মোহাব্বট কি দাওয়াই ৫৩ বোতল, লেভেল বিহীন ৪১০ বোতলসহ মোট ১৭৩৬ বোতলসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক ভেজাল ওষুধ তৈরির কাঁচা মাল জব্দ করা হয়।
উদ্ধারকৃত যৌন উত্তেজক ওষুধ এবং ওষুধ তৈরির কাঁচামালসমূহ ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার