বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাটোর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে আসাদুজ্জামান আসাদকে সভাপতি এবং রাসেল আহমেদ রনিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
এছাড়া কমিটিতে সিনিয়র সভাপতি মীর মুরশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আফরোজ তালুকদার ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম আবুলকে নির্বাচিত করা হয়েছে। নবগঠিত কমিটি পরবর্তীতে পূ্র্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা গেছে।
এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিডি প্রতিদিন/১১ জুন ২০১৮/হিমেল