ঝিনাইদহ শহরের তিনটি মিষ্টির দোকানকে নোংরা পরিবেশে মিষ্টি তৈরিসহ বিভিন্ন অপরাধে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
সহকারী পরিচালক জানান, অভিযানে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি রাখার অপরাধে বাঘাট মিষ্টান্ন ভাণ্ডারকে ১ লাখ, একই অপরাধে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার ও কুষ্টিয়া দধি ভাণ্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মিষ্টি নষ্ট করা হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার