টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সকল ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আটশতাধিক পুলিশ ও ১৯০ জন আনসারসহ দেড়শতাধিক লোকবল দায়িত্ব পালন করবে। ছিনতাই ও অজ্ঞানপাটি খপ্পরে না পড়ে তার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আরও জানান, চার লেনের সড়ক ৮০ ভাগ খুলে দেয়া হয়েছে। এতে করে ২০ ভাগ রাস্তা একলেনে চলাচল করতে হবে। সেজন্য গাজীপুরের দিক থেকে আসতে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং এ যানজট লাগার সম্ভাবনা বেশি। যার কারণে এখানে টাঙ্গাইল জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ দায়িত্ব পালন করবে যানজটমুক্তভাবে গাড়িগুলো পারাপার করতে।
টাঙ্গাইল শহরের বাইপাসে ঘারিন্দায় মহাসড়কে আন্ডারপাস ব্রিজের কাজের জন্য একলেনে যানবাহন চলাচল করতে হবে। চার লেনের গাড়ি যখন একলেনে চলে আসবে তখন এখানে তীব্র যানজটের আশংকা করা হচ্ছে। এরপর এলেঙ্গায় রাস্তার পাশে বাজার ও বাস স্ট্যান্ড থাকায় এখানেও যানজটের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে ধীরগতি ও ওজন স্কেলে গাড়ি দীর্ঘ লাইন পড়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়ে থাকে।
এই সকল দিক চিন্তা করেই মহাসড়কে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে পরিকল্পনা নেয়া হয়েছে। ৬৫ কিলোমিটার মহাসড়ককে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৪টি সেক্টরে ভাগ করে দায়িত্ব দেয়া হয়েছে। মোবাইল কোর্ট থাকবে, এছাড়াও হোন্ডা মোবাইল টিম গঠন করা হয়েছে। যাতে করে যানজট লাগলেই হোন্ডা নিয়ে দ্রুত পৌঁছানো যায় এবং দ্রুত সমস্যা নিরসন করা যায়। ৩৬টি হোন্ডা মোবাইল টিমে একজন করে এসআই ও একজন করে কনস্টেবল থাকবে।
এছাড়াও তিনটি তদারকি টিম গঠন করা হয়েছে। যাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক, বাসকোচ মালিক সমিতির প্রতিনিধি ও ট্রাক শ্রমিক সমিতির প্রতিনিধিরা তদারকি করবেন। এতে করে মহাসড়কে প্রত্যেকটা টিম তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, আহাদুজ্জামান, টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টাস ফোরামে সভাপতি মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
বিডি প্রতিদিন/ফারজানা