পটুয়াখালী জজ আদালতের হাজতে থাকা মাদক মামলার আসামিকে ইয়াবা সরবরাহকালে এক যুবককে আটক করেছে আদালত (কোর্ট) পুলিশ। মাদকসহ আটক সোহেল মৃধা (২৮) পৌর শহরের আদালতপাড়া দেলোয়ার হোসেনের ছেলে। আজ সোমবার দুপুরে এঘটনা ঘটে।
আদালত পুলিশ জানায়, পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চলমান মাদক মামলায় পটুয়াখালী কারাগারে থাকা সুমন নামে এক আসামির সোমবার শুনানি ধার্য্য ছিল। এই মর্মে পুলিশ তাকে আদালত হাজতে নিয়ে আসে। এসময় তার বন্ধু সোহেল মৃধা সাক্ষাতের অজুহাতে কোর্ট পুলিশের অনুমতি নিয়ে হাজতখানায় প্রবেশ করেন। পুলিশের দৃষ্টি এড়িয়ে সোহেল হাজতে থাকা সুমনে ইয়াবা সরবরাহ করার প্রস্তুতি নেয়। এসময় দায়িত্বরত কোর্ট পুলিশের এটিএসআই খসরু নোমান তাকে হাতে নাতে আটক করেন। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আটককৃত সোহেলের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার