পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় আবারও অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু হয়েছে।আজ সোমবার দুপুরে সদর উপজেলার মীরগড় এলাকায় অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশাম রেজা বিজিবি ও পুলিশের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়েই পালিয়ে যায় ড্রেজার মেশিনে পাথর উত্তোলনকারীরা। পরে ওই এলাকার করতোয়া নদী সংলগ্ন চারটি পাথরের সাইটে পাওয়া প্রায় চার লাখ টাকা মূল্যমানের ৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এছাড়া মেশিনের পাইপ ও অন্যান্য যন্ত্রাংশগুলো আগুনে পুড়িয়ে দেয়া হয়। তবে পালিয়ে যাওয়ায় ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলনের সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এহতেশাম রেজা জানান, ড্রেজার মেশিন বন্ধ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ড্রেজারের সাথে জড়িতদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। যত প্রভাবশালীই হোক, কাউকে কোন ছাড় দেয়া হবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার