চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা এলাকায় পৃথক চারটি অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মো. ইমাম হাসান জানান, সোমবার গোপন সংবাদে দামুড়হুদার দর্শনা, ডুগডুগি, জয়রামপুর ও জীবননগরের সন্তোষপুরে আলাদা চারটি অভিযান চালানো হয়। অভিযানে ভারত থেকে পাচার করে আনা আট লাখ ৫০ হাজার ২৫০ টাকার বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী, পাঁচ লাখ ৪৬ হাজার ২০০ টাকা মূল্যের হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য, ৯৯ হাজার টাকার তাল মিসরি ও পাঁচ লাখ ৫৭ হাজার ২০০ টাকার মরিচ ফটকা জব্দ করা হয়।
অভিযানে জব্দ ভারতীয় মালামালের মোট মূল্য ২০ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম