ঘুষ গ্রহণের অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- ভূমি সহকারি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও একই অফিসের অফিস সহায়ক নজরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান জানান, তার নের্তৃত্বে একটি পরিদর্শন টিম রবিবার সব্দালপুর ইউনিয়ন ভ‚মি অফিসে গিয়ে কয়েকজন সেবা প্রার্থীর সাথে কথা বলেন। এসময় সব্দালপুর ইউনিয়নের ভূমি সহকারি কর্মকর্তা রুহুল আমিনের বিরুদ্ধে তারাউজিয়াল গ্রামের মনোয়ারা খাতুনের নিকট থেকে ৬ হাজার টাকা, দুর্গাপুর গ্রামের মুজিবর লস্করের নিকট থেকে ২ হাজার টাকা, কাজলী গ্রামের হোসেন মোল্যার কাছ থেকে হাজার টাকা ঘুষ গ্রহণের তথ্য প্রমাণ মেলে। নাম খারিজ সংক্রান্ত কাজের জন্য সব্দালপুর ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক নজরুল ইসলামের মাধ্যমে ভূমি সহকারি কর্মকর্তা এসব টাকা উৎকোচ নিয়েছেন বলে ওই সব ভুক্তভোগীরা পরিদর্শন টিমের কাছে স্বাক্ষ্য দেন।
এছাড়া তদন্তের এক পর্যায়ে অভিযুক্ত রুহুল আমিন ও নজরুল ইসলাম তাদের ঘুষ গ্রহনের কথা স্বীকার করেন। এসময় তাৎক্ষনিকভাবে অভিযুক্তদের মাধ্যমে ভুক্তভোগীদের ঘুষের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করেন। সেই সাথে ওই দুই কর্মকর্তা কর্মচারিকে আজ সোমবার চাকুরী থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।
বিডি-প্রতিদিন/ ই-জাহান