সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, নির্বাচনের সময়ে সকল ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের কাছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হিসেবে কাজ করবে সরকার। নির্বাচন নিয়ে বিএনপি দেশে কোনো ধরণের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।’
সোমবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
এ কে এম শাহজাহান কামাল বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না। বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন করে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম