দিনাজপুরের চিরিরবন্দরের খুনিয়াদিঘি এলাকায় ট্রাক্টর চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিহত সেই বাইসাইকেল চালকের নাম অজিত চন্দ্র রায় (৬০)। অজিত চন্দ্র রায় দিনাজপুর সদর উপজেলার পূর্ব পারগাঁও গ্রামের বাসিন্দা।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের দিনাজপুর-পারবর্তীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে অজিত উপজেলার দুর্গাডাঙ্গা মুকুন্দপুর শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। তিনি দিনাজপুর-পারবর্তীপুর আঞ্চলিক সড়কে পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর