রংপুরের বদরগঞ্জে রেজাউল করিম (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রেজাউল করিম বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের গোয়ালাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের স্টেশন পাড়ায় এলাকায় ঘটনা ঘটে। পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করে হত্যা হয়েছে বলে জানা গেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বদরগঞ্জ পৌরসভার বটপাড়া এলাকার নুর ইসলামের ছেলে ফিরোজ শাহর কাছে রেজাউলের বড়ভাই হাবিবুর ৩০ হাজার টাকা পেতেন। রাতে রেজাউলের সঙ্গে ফিরোজের দেখা হলে তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে কথাকাটাকটি হয়। এক পর্যায়ে ফিরোজে রেজাউলকে ছুরিকাঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর